কাউনিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস পালিত
প্রকাশ: ১০ মার্চ ২০২২, ১৯:৪১ | আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ২৩:২৬
মুজিব বর্ষের সফলতা,‘দুর্যোগ প্রতিরোধে গতিশিলতা, এই প্রতিপাদ্য কে সামনে রেখে কাউনিয়া উপজেলা প্রশাসন এর আয়োজনে ও দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের সার্বিক ব্যবস্থাপনায় বৃহস্পতিবার জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস ২০২২ বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয়।
কর্মসূচির মধ্যে ছিল ফায়ার সার্ভিস কর্তৃক ভুমিকম্প, অগ্নিকান্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধির মহড়া প্রদর্শন এবং আলোচনা সভা। কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে মহড়া শেষে আলোচনা সভা নির্বাহী অফিসার তাহমিনা তারিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক। বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জা মোঃ মাসুমুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহসান হাবীব সরকার, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, প্রেস ক্লাব কাউনিয়া সভাপতি মোস্তাক আহমেদ, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল হামিদ সরকার, মাদ্যমিক শিক্ষা অফিসার আরিফ মাহফুজ, প্রধান শিক্ষক আইযুব আলী, ফায়ার সার্ভিস ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আফজাল হোসেন প্রমূখ। মহাড়ায় নেতৃত্ব দেন ফায়ার সার্ভিসের লিডার শাহিন সরকার। মহড়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহন করে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত