কাউনিয়ায় জনপ্রিয় হচ্ছে ধানের চারা রোপন যন্ত্র

  সারওয়ার আলম মুকুল

প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:১৬ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ১৫:২০

সময় কম ও ধান রোপনে শৃংখলা এবং চারা গাছ কম লাগায় কাউনিয়ায় দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে ধানের চারা রোপন যন্ত্র। গত দু’বছর ধরে কাউনিয়ায় পরীক্ষামূলক ভাবে ধানের চারা লাগানোর জন্য উপজেলা কৃষি সম্প্রসারন দপ্তরের তদারকীতে খামার যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ৫০ একর জমিতে এ রোপন পদ্ধতি দ্বিতীয় বছরেও চলমান রয়েছে। 

গত বছর উপজেলার কুর্শা ইউপির শিবু গ্রামে একই পরিমান জমিতে যান্ত্রিক পদ্ধতিতে ধানের চারা রোপন করা হয়। কৃষি যান্ত্রিকরনের এ পদ্ধতি মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলে। তাই চলতি মৌশুমে উপজেলার ধর্মেশ্বর মহেশা গ্রামে সমলয় কৃষক গ্রুপ সমলয় পদ্ধতিতে ধান চাষ করা হচ্ছে। ২৫ জন কৃষকের গ্রুপে ৫০ একর জমিতে কৃষি যান্ত্রিকি করন এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। ব্রি ধান-৯২ উফশী জাতের ৬শ কেজি বীজ ২ হাজার ১৩৩টি ট্রের মাধ্যমে বসানো হয় ৫০শতক জমিতে। 

গত বৃহস্পতিবার ধর্মেশ্বর বিজলের ঘুন্টি এলাকায় কৃষি যান্ত্রিকরনের সময় কৃষক আনোয়ার, রাজু ও আজহার আলীর জানান এ পদ্ধতিতে ধানের চারা রোপন অনেক ভালো, সময় ও শ্রমিক কম লাগে, রোপনে শৃংখলা এবং ধানের ফলন অনেক বাড়াবে বলে তারা আসা করেন। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহনাজ পারভীন জানান গত দুই বছর ধরে উপজেলার বিভিন্ন এলাকায় কৃষি যান্ত্রিকরনের এ পদ্ধতি চাল হয়েছে। 

এ পদ্ধতির ফলে চারা কম লাগে শৃংখল রোপনের কারনে ফলনও অনেক ভালো হয়। আশা করছি কৃষকদের চাহিদার কারনে এ পদ্ধতি আগামীতে আরোও বেশী প্রসার ঘটবে।

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত