কাউনিয়ায় ছাত্রলীগ সাধারন সম্পাদক আশিকের বহিস্কারের দাবীতে বিক্ষোভ ও সমাবেশ

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ৮ জুন ২০২১, ১৯:৩৩ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ১২:২০

ছাত্রলীগ কাউনিয়ায় উপজেলা শাখার সাধারন সম্পাদক আশিকুর রহমান আশিক উপজেলা শাখার সভাপতির সিল ও স্বাক্ষর জালিয়াতী করে শহীদবাগ ইউনিয়ন শাখার ভুয়া কমিটি প্রকাশ করায় সাধারন সম্পাদক সহ জরিতদের বহিস্কার ও শাস্তির দাবীতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ছাত্রলীগ কাউনিয়ায় উপজেলা শাখা ও সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দের আয়োজনে বালিকা বিদ্যালয় মোড় থেকে সাধারন সম্পাদক আশিকুর রহমান আশিক সহ জরিতদের বহিস্কার ও শাস্তির দাবীতে ছাত্রলীগ সভাপতি সুশান্ত সরকার এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে মুক্তিযোদ্ধা স্মারনীতে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা শাখার সভাপতি সুশান্ত সরকার রনো, সহ সভাপতি জামিল হোসাইন, সহ সভাপতি জীবন কুমার সিংহ, সহ সভাপতি মোস্তাফিজার রহমান, ছাত্রলীগ উপজেলা শাখার সাবেক সভাপতি আল-মাসুদ হিমেল, বালাপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বিপু,মধুপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা আজমল হোসেন দুলু প্রম‚খ। উপজেলা ছাত্রলীগ সভাপতি সুশান্ত সরকার বলেন শহীদবাগ ইউনিয়ন ছাত্রলীগের নির্বাচিত কমিটি থাকা সত্বেও আমার সিল ও স্বাক্ষর জাল করে ছাত্রলীগ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক তার সহযোগী সহ ফজলে বারী চঞ্চল কে সভাপতি ও আলমগীর কবীরকে সম্পাদক করে ভুয়া ইউনিয়ন কমিটি গঠন করে ঘোষণা দেওয়ায় আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে তাকে ও তার সহযোগীদের স্থায়ী বাহিষ্কার ও শাস্তির দাবী জানাচ্ছি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা না হলে সম্মিলিত ভাবে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত