কাউনিয়ায় চৌকির ঘাট গ্রামে কৃষকের বাড়িঘর গবাদিপশু পুড়ে ছাই
প্রকাশ: ২১ জুন ২০২৪, ২১:৩৭ | আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ০৬:১০
কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের পশ্চিম রাজীব চৌকির ঘাট গ্রামে কৃষক মোঃ বাদশা মিয়া ঘরে আগুন লেগে একটি বশত ঘর ও গোয়াল ঘরসহ গবাদিপশু, আসবাবপত্র পুড়ে ছাই হয়েগেছে।
পারিবারিক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে গত বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে বসত ঘরে আগুন লেগে কোন কিছু বুঝে উঠার আগেই নিমিষেই বসতঘর ও গোয়াল ঘর পুড়ে ভস্মীভূত হয়ে যায়। এসময় গোয়াল ঘরে থাকা একটি গরু পুরে মারা যায়। ক্ষতির পরিমাণ আনুমানিক ২ লক্ষাধিক টাকা। পরে কাউনিয়া ফায়ারসার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পরিবারটি বর্তমানে খোলা আকাশের নীচে বসবাস করছে। টেপামধুপুর ইউপি চেয়ারম্যান মোঃ রাশিদুল ইসলাম অগ্নিকান্ড এলাকা পরিদর্শন করেছেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহসান হাবীব সরকার ক্ষতিগ্রস্ত পরিবারটি কে নির্বাহী অফিসার বরাবরে আবেদন করতে বলেছেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত