কাউনিয়ায় চেয়ারম্যান পদে নৌকার মাঝি হলেন যারা

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২১, ১৮:২৯ |  আপডেট  : ৫ জানুয়ারি ২০২৫, ০২:৪৩

রংপুরের কাউনিয়া উপজেলার ০৬টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চ‚ড়ান্ত করেছে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড। শত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার ২২শে অক্টোবর প্রার্থীদের নাম ঘোষণা করে কেন্দ্রীয় মনোনায়ন রোর্ড।

কাউনিয়ায় উপজেলার ৬ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার মাঝীরা হলেন- উপজেলার শহীবাগ ইউপিতে আলহাজ্ব আব্দুল হান্নান, বালাপাড়া ইউপিতে মোঃ আনছার আলী, কুর্শা ইউপিতে আলহাজ্ব মোহাম্মদ হোসেন সরকার, টেপামধুপুর ইউপিতে মোঃ শফিকুলইসলাম শফি, সারাই ইউপিতে মোঃ আশরাফুল ইসলাম এরা সকলেই বর্তমান চেয়ারম্যান হিসেবে দায়িক্ত পালন করে আসছেন এবং হারাগাছ ইউপিতে মোঃ ইয়াছিন আলী বাবু কে নতুন করে মনোনীত করা হয়েছে। আওয়ামীলীগের মনোনীত এই ০৬জন প্রার্থী আগামী ২৮ নভেম্বর নৌকা প্রতীকে চেয়ারম্যান পদে লড়বেন। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত