কাউনিয়ায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগে পাঁচ বিদ্রোহী প্রার্থী বহিষ্কার
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২১, ১৮:১৯ | আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ১৬:৩৪
কাউনিয়া উপজেলায় দলীয় সিদ্ধান্ত অমান্য করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত দলীয় প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হয়ে ভোটে অংশ নেওয়ায় আওয়ামী লীগের পাঁচ নেতা কে বহিষ্কার করা হয়েছে। গত সোমবার রাতে আওয়ামী লীগের বর্ধিত সভায় বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭ (১১) ধারায় দলীয় শৃক্সখলা ভঙ্গ করে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী হওয়ায় পাঁচ আওয়ামী লীগ নেতা কে বহিষ্কার করা হয়েছে।
এনারা হলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ মাহফুজার রহমান বসুনিয়া, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক সরকার আবু ফেরদৌস মোঃ মোহসিন হীরা, আওয়ামীলীগ উপজেলা শাখার সদস্য ও টেপামধুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, যুবলীগ উপজেলা শাখার সাবেক যুগ্ম আহবায়ক মোঃ ইউসুফ আলী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আলহাজ্ব আব্দুল মজিদ। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম মায়া ও সাধারণ সম্পাদক আব্দুল হান্নান ১৫ নভেম্বর-২১ তারিখে দলীয় স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে পাঁচ আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত