কাউনিয়ায় গুগোল এ্যাপসের লটারির মাধ্যমে কৃষক নির্বাচন
প্রকাশ: ৩০ মে ২০২২, ১৯:০৭ | আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ২২:১১
কাউনিয়ায় গুগোল এ্যাপসের লটারির মাধ্যমে সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে কৃষকের নিকট থেকে ধান ক্রয়ের জন্য কৃষক নির্বাচন করা হয়।
উপজেলা খাদ্য গুদামে সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয়ের জন্য গুগোল এ্যাপসের লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহ্মিনা তারিন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক, উপজেলা কৃষি অফিসার মোছাঃ শাহানাজ পারভীন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সোহেল আহমেদ, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহসান হাবীব সরকার, উপজেলা মহিলা বিসয়ক কর্মকর্তা মোছাঃ রেবেকা ইয়াসমীন, উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা বিলকিস বেগম,সাংবাদিক জহির রায়হান প্রমূখ। উপজেলার ৪১৭ জন নিবন্ধিত চাষীর মধ্যে থেকে লটারীর মাধ্যেমে ৩৩৩ জন চাষীকে নির্বাচিত করা হয়েছে। এর মধ্যে ২১৪ জন ক্ষুদ্র,১০৪ জন মাঝারী ও ১৯ জন বড় কৃষক রয়েছেন। প্রত্যেক কৃষক ৩ টন করে ধান প্রদান করতে পারবেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত