কাউনিয়ায় গাঁজাসহ আটক দুই

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২১, ১৮:৪৫ |  আপডেট  : ৭ জানুয়ারি ২০২৫, ০৮:২৫

কাউনিয়া থানা পুলিশ শুক্রবার উপজেলার আর কে রোড হলদিবাড়ী পল্লী বিদ্যুৎ সাব স্টেশনের সামনে মাদক বিরোধী অভিযান চালিয়ে বেটারী চালিত ভ্যান তল্লাশি চালিয়ে প্লাসটিকের ক্যারেটে (খাঁচা) রাখা প্লাসটিকে মোড়ানো ৩ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ২ জনকে আটক করে।

কাউনিয়া থানার অফিসার ইনচার্জ মাসুমুর রহমান জানান, গোপন সুত্রে খবর পেয়ে এসআই মাসুদার রহমান, রেজাউল আকন্দ ও এএসআই আনোয়ারুল ইসলামসহ সঙ্গীয় ফোর্সসহ ঐ এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলা থেকে আসা একটি ব্যাটারী চালিত ভ্যান আটক করে তল্লাশী চালিয়ে ৩ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ২জন কে আটক করে। আটককৃতরা হলো কুড়িগ্রাম ফুলবাড়ি উপজেলার পশ্চিম ফুলমতি (বালারহাট) এলাকার মোজাম্মেল হকের পুত্র মুসা মিয়া (৩৫) এবং মৃত বাসাত উল্ল্যাহ এর পুত্র এনামুল হক (৫২)। কাউনিয়া থানার ওসি জানান আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে। মামলা নং-০৮।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত