কাউনিয়ায় খাদ্য গুদামে চাউল ক্রয় শুরু

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ২০ মে ২০২২, ১৯:৩৪ |  আপডেট  : ১১ জানুয়ারি ২০২৫, ১০:৫৩

বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রণাল গত ২৮ মে বোরো মৌসুমের ধান ও চাউল সংগ্রহ অভিযান উদ্বোধন করে, তারই অংশ হিসেবে রংপুরের কাউনিয়া উপজেলা খাদ্য গুদামে মিল চাতাল মালিকদের  মাধ্যমে গত বৃহস্পতিবার  চাউল ক্রয় শুরু করেছে।
 
কাউনিয়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সোহেল আহমেদ জানান, কাউনিয়ায় চাউল সংগ্রহের বরাদ্দ পেয়েছেন ১৮৭৯ মেঃ টন এবং ধান ১০১৩ মেঃ টন। কাউনিয়ায় ৮৪জন মিল মালিক খাদ্য গুদামে চাউল প্রদানে চুক্তিবদ্ধ হয়েছেন। মিলারদের কাছ থেকে ৪০ টাকা কেজি দরে এই চাউল সংগ্রহ করা হবে। এছারা কৃষকদের কাছ থেকে ২৭ টাকা কেজি দরে ধান ক্রয় করা হবে। আগামী ৩১ আগষ্ট পর্যন্ত সংগ্রহ অভিযান চলবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত