কাউনিয়ায় ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা শীর্ষক প্রশিক্ষণ

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ৬ জুন ২০২৪, ১৮:৪৮ |  আপডেট  : ২৪ ডিসেম্বর ২০২৪, ১৯:৩৩

কাউনিয়া উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পর্যায়ে বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনায়ন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আঃ মতিন, কাউনিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল হক, রংপুর জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোছাঃ সানজিদা ফেরদৌসী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সামিউল আলম, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ¦ মজিদুল ইসলাম প্রমূখ। প্রশিক্ষন কর্মশালায় ১৫টি দলের দলনেতা, স্থানীয় গন্যমান্য ব্যাক্তি, ইমাম, সাংবাদিকসহ ২৫জন অংশগ্রহন করেন। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত