কাউনিয়ায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রান বিতরণ
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২১, ১৮:৩৬ | আপডেট : ৭ জানুয়ারি ২০২৫, ২৩:৫৭
কাউনিয়ায় তিস্তা নদীর পানি বৃহস্পতিবার রাত থেকে কমতে শুরু করায় শুক্রবার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। ঢুসমারা চরের মানুষ নিজ বাড়ীতে ফিরতে শুরু করেছেন। তবে মানুষের ও গো-খাদ্যর সংকট দেখা দিয়েছে। বাড়ছে পানি বাহিত রোগের সংখ্যা। এ দিকে বন্যা দুর্গত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
গত শুক্রবার বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে বালাপাড়া ইউপির আরাজি হরিশ্বর গ্রাম এলাকায় ৬০টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন সহকারী কমিশনার (ভুমি) মেহেদী হাসান। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য মন্তাজ আলী প্রমূখ। বন্যায় ক্ষতিগ্রস্ত ৬০টি পরিবারে মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত