কাউনিয়ায় কৃষিতে অপার সম্ভবনা কলার বাম্পার ফলন
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২১, ১৮:৫৩ | আপডেট : ২ জানুয়ারি ২০২৫, ২৩:৪৯
কলা গেড়ে না কেটো পাত তাতেই কাপড় তাতেই ভাত, এই প্রতিপাদ্যকে সামনে রেখে কাউনিয়ার কলাচাষিরা কলা চাষ করে বাম্পার ফলন ফলিয়েছে। ভালো ফলন ও দাম পেয়ে চাষীরা বেজায় খুশি। কাউনিয়া কয়েক’শ কলা চাষী এবার কলা চাষ করেছে।
সরেজমিনে বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে চলতি মৌসুমে খোপাতি,হলদিবাড়ীসহ বিভিন্ন গ্রামে কলা চাষ হয়েছে। খোপাতি গ্রামের কলা চাষী আবেদ আলী জানান গত বছর কলা চাষ করে ক্ষতি হয়েছিল এবার কলার বাম্পার ফলন ও দাম ভাল পাচ্ছে। রফিকুল ইসলাম জানান, চলতি মৌসুমে ঢাকা সহ বিভিন্ন জেলায় কলার চাহিদা থাকায় আমরা কলাচাষিরা এবার ভাল দাম পাচ্ছি। সফল কলা চাষী নজরুল ইসলাম জানান এক দোন (২৪ শতক) জমিতে কলা চাষ করতে খরচ হয় ৩৫ হাজার থেকে ৪০ হাজার টাকা অন্য বছর সেই জমির কলা বিক্রী হতো ৫০ থেকে ৬০ হাজার টাকা। এবার দাম বেশী, খরচ একই আছে ফলে দাম বেড়েছে দ্বিগুণ আর আমরা এবার লাভের মুখ দেখলাম। ১ দোন জমিতে এবার লাভ হবে প্রায় ৫০/৬০ হাজার টাকা। তিনি জানান ঢাকা, যশোর ও সিলেট থেকে পাইকারী আসেন। তাদের কাছে এবার কলার অনেক চাহিদা। এককাদি কলার দাম প্রায় ২০০ টাকা। কাউনিয়ায় কলার এবারের সুদিন এসেছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহনাজ পারভীন জানান, প্রয়োজনীয় জৈব ও রাসায়নিক সার ও ২-৩ বার সেচ প্রদান এবং কলা গাছের গোড়া থেকে বের হওয়া নতুন চারা কেটে দিলে বেলে দোঁয়াশ বালু মিশ্রিত মাটিতে অল্প পরিশ্রমের মাধ্যেমে ভাল ফলন পাওয়া যায়। চলতি মৌসুমে উপজেলায় মেহের সাগর ও সবরি কলার চাষ বেশী হয়েছে। চলতি মৌসুমে উপজেলায় ১৪০ হেক্টর জমিতে কলার চাষ হয়েছে। স্থানীয় বাজারে কলার চাহিদা আছে ও দাম আছে এবং বাইরের জেলা গুলোতে খুচরা বাজারে কলার দাম অনেক বেশী।
কাউনিয়া এলাকার মেহের সাগর ও সবরি কলার স্বাদ অনেক বেশী তাই অন্য জেলাগুলোতে এ উপজেলার কলার কদরও বেশী। কৃষিতে কলা চাষ আপার সম্ভবনার একটি ফসল। কলা চাষিদের প্রশিক্ষণ সহ প্রয়োজনিয় পরামর্শ প্রদান করা হয়ে থাকে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত