কাউনিয়ায় কুর্শা শিবু বাগবাড়ী গ্রামে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
প্রকাশ: ৩ জুন ২০২১, ২০:১৩ | আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৬
কাউনিয়া উপজেলার শিবু বাগবাড়ী গ্রামে বুধবার বিকালে পুকুরের পানিতে ডুবে তৌহিদুল ইসলাম তৌহিদ (৭) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
পারিবারিক সূত্রে জানাগেছে কুর্শা ইউনিয়নের শিবু বাগবাড়ী গ্রামের সাইফুল ইসলামের পুত্র তৌহিদ দাদা আবুল হোসেনের সঙ্গে পুকুরে মাছ মারতে নামে। কখন যে সে পানিতে ডুবে মারা যায় দাদা তা বুঝতেই পারেনি। পরে তার লাশ পানিতে ভাসতে দেখে উদ্ধার করা হয়। সে বাগবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র। কুর্শা ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ হোসেন সরকার মৃত্যুর বিষয় টি নিশ্চিত করেছেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত