কাউনিয়ায় কুর্শা ও বালাপাড়ায় পানিতে ডুবে ২ জনের মৃত্যু

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ২ জুন ২০২১, ২০:১৪ |  আপডেট  : ১৮ ডিসেম্বর ২০২৪, ০০:১২

কাউনিয়ায় পানিতে ডুবে দু'দিনে দু'জনের মৃত্যু হয়েছে। পারিবারিক সূত্রে জানাগেছে উপজেলার বালাপাড়া ইউনিয়নের খোপাতী গ্রামের আব্দুল বারেক মিয়ার পুত্র সোলায়মান মিয়া মঙ্গলবার দুপুরে একাকী গরুর ঘাস ধোঁয়ার জন্য পুকুরে নেমে পানিতে ডুবে মারা যায়। সে মৃগী রোগে আক্রান্ত ছিল। বালাপাড়া ইউনিয়ন চেয়ারম্যান আনছার আলী পানিতে ডুবে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

অপরদিকে বুধবার দুপুরে কুর্শা ইউনিয়নের চন্ডিপুর গ্রামের মনকান্ত রায়ের পঞ্চম শ্রেণিতে স্কুল পড়ুয়া ছাত্রী মেঘলা রানী (১০) গোসল করতে নেমে পানিতে ডুবে মারা যায়। সে মর্জিনা মেমোরিয়াল স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল। কুর্শা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ হোসেন সরকার মৃত্যুর বিষ টি নিশ্চিত করেছেন।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত