কাউনিয়ায় কুর্শায় শিশু ধর্ষণ দুই কিশোর আটক

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ

প্রকাশ: ১৭ জুলাই ২০২১, ১৯:৩০ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ১৫:৩৫

কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়নের উত্তর মহেশা গ্রামের এক শিশু ছাত্রী কে ধর্ষণের অভিযোগে পুলিশ শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে রাকিবুল হাসান ও রহমত উল্ল্যাহ রিয়াদ নামের দুই কিশোর কে আটক করেছে।

থানা সুত্রে জানাগেছে, উপজেলার কুর্শা ইউনিয়নের উত্তর মহেশা গ্রামের নুর হোসেন মিয়ার পুত্র রাকিবুল হাসান (১৩) ও মহব্বত আলীর পুত্র রহমত উল্ল্যা রিয়াদ (১২) শুক্রবার বিকাল সাড়ে চারটার দিকে খেলার ছলে প্রতিবেশি মিঠু মিয়ার সাত বছরী কন্যা, স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী কে নির্জন ঘরে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এসময় শিশু কন্যা টি চিৎকার দিলে পাশের বাড়ীর এক মহিলা এগিয়ে আসলে দুই কিশোর পালিয়ে যায়। পরে শিশু টি কে উদ্ধার করে তার মা-বাবা কে খবর দিলে তারা এসে তাকে বাড়ীতে নিয়ে যায়।

শিশু কন্যার মুখে ঘটনা শুনে শুক্রবার রাতে শিশু কন্যার পিতা ওই দুই কিশোর কে আসামী করে থানায় মামলা দায়ের করেন। পুলিশ শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে রাকিবুল হাসান (১৩) ও রহমত উল্ল্যাহ রিয়াদ (১২) কে তাদের বাড়ী থেকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান বলেন শিশু কন্যাটি কে ডাক্তারী পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং আটক দুই কিশোর কে আদালতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত