কাউনিয়ায় কমিউনিটি পুলিশিং ডে পালিত
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২১, ০৯:৫৫ | আপডেট : ৩ জানুয়ারি ২০২৫, ১২:৩৯
মুজিব বর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে কাউনিয়া থানা প্রশাসনের আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে ২০২১ গত শনিবার বিকালে পালিত হয়।
থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুমুর রহমানের সভাপতিত্বে পুলিশিং ডে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মধুসুদন রায়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কোম্পানি কমান্ডার সরদার আব্দুল হাকিম, বালাপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ আনছার আলী। বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি মোস্তাক আহমেদ. উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জমশের আলী, প্রভাষক সরকার আবু ফেরদৌস মোঃ মোহসিন হিরা, প্রধান শিক্ষক মোঃ আইয়ুব আলী, আসফিকা বুলবুল পেস্তা, যুবলীগ নেতা ইউসুফ আলী, বিট ইনচার্জ রেজাউল আকন্দ প্রমূখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত