কাউনিয়ায় এসএসসি মানবিক শাখায় ২য় দিনে অনুপস্থিত ৩৯ জন
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২১, ১৮:৪৫ | আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ০৪:২২
এসএসসি মানবিক বিভাগের পরীক্ষা ২০২১ ২য় দিন সোমবার কাউনিয়ায় সুষ্ঠু ভাবে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও শিক্ষা প্রশাসনের নিবির তত্ত্ববধানে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
করোনা অতিমারীর কারনে দীর্ঘ ৯ মাস পর অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় বিপুল পরিমাণ শিক্ষার্থী অনুপস্থিত থাকবে বলে ধারণা করা হলেও ২য় দিনের মানবিক শাখার পরীক্ষায় মাত্র ৩৯ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। কাউনিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফ মাহফুজ জানান, ২য় দিনের পরীক্ষায় এসএসসি মানবিক শাখায় ৩৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। চলতি এসএসসি পরীক্ষায় মানবিক শাখায় ৪টি কেন্দ্রে ২০৭৫ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ গ্রহন করেছে ২০৩৬ জন, ৩৯৭ জন, ৩৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয় নি। কাউনিয়ায় কোন প্রকার অপ্রিতিকর ঘটনা ছারাই শান্তিপূর্ন ভাবে ২য় দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত