কাউনিয়ায় এসএসসি ব্যাচ আমরা ৯৬ এর পুণর্মিলনী
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২১, ১০:২৪ | আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, ০১:২৬
বন্ধুত্বের টানে এসো মিলি হৃদয়ের বন্ধনে, এ শ্লোগান নিয়ে কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারী উচ্চ বিদ্যালয় ও অন্যান্য স্কুলের এসএসসি ৯৬ ব্যাচের সংগঠন আমরা ৯৬ কাউনিয়া এর উদ্যোগে রজতজয়ন্তী ও পুণর্মিলনী তিস্তা সড়ক সেতু পার্কে গত শনিবার অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে রজতজয়ন্তী ও পুণর্মিলনীর আলোচনা সভায় বক্তব্য রাখেন বালাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনছার আলী, সাবেক প্রধান শিক্ষক মোঃ আজিজুল ইসলাম, সহশিক্ষক মহেন্দ্র চন্দ্র বর্মণ, আমরা ৯৬ ব্যাচের রজতজয়ন্তী ও পুণর্মিলনী সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক জাহাঙ্গীর হাসান, সদস্য সচিব আহসান সিদ্দিক পল্লব, শহিদুল ইসলাম, মনিরুজ্জামান মজনু, কার্তিক চন্দ্র, সাংবাদিক জহির রায়হান, জুলফিকার, সাঈদ আঃ গফফার, মাহাবুব, মানিক, প্রধান শিক্ষিকা আশফিকা বুলবুল পেস্তা, প্রভাষক আবেদা সুলতানা রত্না, মিরা, সহকারী শিক্ষক রুমি প্রমূখ। দিন ব্যাপী নানা কর্মস‚চীর মধ্যে দিয়ে তিস্তা সড়ক সেতুর উত্তর প্রান্তে পিকনিক স্পটে রজতজয়ন্তী ও পুণর্মিলনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানমালায় ছিল প্রীতি ভোজ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, রেফেল ড্র, প্রাক্তন শিক্ষক গণ কে সংবর্ধনা, আমরা ৯৬ এসএসসি ব্যাচের প্রয়াত বন্ধুদের স্ত্রী ও সন্তানদের কে উপহার সামগ্রী প্রদান।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত