কাউনিয়ায় একই রাতে একই শিক্ষা প্রতিষ্ঠানের ২ শিক্ষকের মৃত্যু

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ

প্রকাশ: ১৯ মে ২০২১, ১৯:১৭ |  আপডেট  : ১৪ ডিসেম্বর ২০২৪, ১৮:৪৪

কাউনিয়া উপজেলায় একই রাতে আধা ঘণ্টার ব্যবধানে একই শিক্ষা প্রতিষ্ঠানের দুই শিক্ষক মৃত্যু বরণ করেছেন। দুই শিক্ষকের মৃত্যুতে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

খোঁজ নিয়ে জানাগেছে, কুর্শা ইউনিয়নের সিংহেরকুড়া আহমাদিয়া দাখিল মাদ্রাসার সুপার ফজলুল হক (৪৯) গত মঙ্গলবার দিবাগত রাত ১ টা ৩৫ মিনিটে অসুস্থ অবস্থায় দামুরচাকলা এলাকায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তার মৃত্যুর খবর শুনার আধা ঘণ্টা পর রাত ২ টার দিকে একই মাদ্রাসার সহকারী শিক্ষক (কৃষি) শাখয়াত হোসেন (৪১) হৃদ যন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে সিংহের কুড়া (আমতলী) গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন। একই রাতে একই শিক্ষা প্রতিষ্ঠানের দুই প্রিয় শিক্ষক কে হারিয়ে শিক্ষক-শিক্ষার্থী অভিভাবক সহ এলাকাবাসী শোকাহত হয়ে পড়েছে। ফজলুল হক মৃত্যু কালে স্ত্রী, ২ ছেলে ১ মেয়ে এবং শাখয়াত হোসেন স্ত্রী, ১ ছেলে ১ মেয়ে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সকাল ১০টায় দামুর চাকলা বাজার আবু ছালেকিয়া মাদ্রাসা মাঠে সুপার ফজলুল হকের জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। 

অপরদিকে সকাল ১১ টায় আমতলী সংলগ্ন প্রাথমিক বিদ্যালয় মাঠে শিক্ষক শাখয়াত হোসেনের জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। দুই শিক্ষকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত