কাউনিয়ায় উপজেলা পর্যায়ে অরেঞ্জ ক্যাম্পেইন

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ৭ ডিসেম্বর ২০২১, ০৯:১৯ |  আপডেট  : ৬ জানুয়ারি ২০২৫, ০৯:২৯

কাউনিয়া উপজেলা পরিষদের আয়োজনে কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার (ইএএলজি) প্রকল্পের সহযোগিতায় গত সোমবার বিকালে উপজেলা পর্যায়ে অরেঞ্জ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

নারী নির্যাতন বিরোধী একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলা পরিষদ ক্যাম্পাস থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বীর মুক্তিযোদ্ধা অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নির্বাহী অফিসার তাহমিনা তারিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা ইয়াসমীন, মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফ মাহফুজ, যুব উন্নয়ন কর্মকর্তা সামসুজ্জামান আজাদ, শিক্ষিকা শামছুন্নাহার বেগম প্রমূখ। 

সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নারী নির্যাতন বিরোধী শপথ বাক্য পাঠ করান নির্বাহী অফিসার। উপজেলার ৩জন নারী রেনু বালা, নাদিরা সুলতানা ও শামছুন্নাহার বেগম কে সম্মাননা স্মারক প্রদান করা হয়। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত