কাউনিয়ায় আল-হেরা ফাউন্ডেশনের ৫শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদান
প্রকাশ: ৯ মে ২০২১, ১৭:৫৬ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ০৪:০৯
কাউনিয়া উপজেলার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত দরিদ্র অদম্য মেধাবী শিক্ষার্থীদের মাঝে আল-হেরা ফাউন্ডেশন (কাউনিয়া-পীরগাছা) রবিবার উপজেলা পরিষদ হল রুমে শিক্ষা বৃত্তি প্রদান করে।
বিভিন্ন বিশ্ববিল্যালয়ের মেধাবী ছাত্র-ছাত্রীর মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা তারিন। এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা আল-হেরা ফাউন্ডেশন (কাউনিয়া-পীরগাছা) ও সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. জাহাঙ্গীর আলম, আহবায়ক আল-হেরা ফাউন্ডেশন (কাউনিয়া-পীরগাছা) ও প্রধান শিক্ষক মোঃ জয়নুল আবেদীন, মাধ্যমিক শিক্ষা অফিসার এএসএম আরিফ মাহফুজ, শিক্ষা অফিসার মোঃ আব্দুল হামিদ সরকার, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, উপজেলা শিক্ষক কর্মচারী কল্যান সমিতির সাংগঠনিক সম্পাদক ও প্রধান শিক্ষক মোঃ ফাকের সরকার প্রমূখ। আল-হেরা ফাউন্ডেশনর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৫জন ছাত্র কে ৩ হাজার টাকা করে শিক্ষা বৃত্তি প্রদান করে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত