কাউনিয়ায় আরকে রোড়ে মোটরসাইকেল আরোহী আহত

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ১১ অক্টোবর ২০২১, ১৯:৪৯ |  আপডেট  : ৭ জানুয়ারি ২০২৫, ০৮:১১

কাউনিয়ায় ট্রাক্টরের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নুরুল ইসলাম (৫৫) নামে এক কাপড় ব্যবসায়ি গুরুতর আহত হয়েছে। গত রোববার রাতে উপজেলার কুর্শা ইউনিয়নের মীরবাগ বিজলের ঘুন্টি নামক স্থানে আরকে রোডে দুর্ঘটনাটি ঘটে। নুরুল ইসলাম টেপামধুপুর ইউপির চরগনাই গ্রামের মৃত সাগর আলীর পুত্র বলে জানাগেছে। 

থানা ও স্থানীয়রা জানায়, নুরুল ইসলাম রোববার রাত ৯টার দিকে মোটরসাইকেল যোগে রংপুর থেকে কাউনিয়া ফেরার পথে মীরবাগ বিজলীরঘুন্টি এলাকায় আরকে রোডে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরের (কাকড়া) সাথে ধাক্কা লেগে ছিটকে পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে কাউনিয়া থানা পুলিশ স্থানীয়দের সহায়তায় মুমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। কুর্শা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ হোসেন সরকার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত