কাউনিয়ায় আমন মৌসুমে সারের সংকটের শঙ্কায় কৃষক

  সারওয়ার আলম মুকুল  

প্রকাশ: ২২ আগস্ট ২০২৪, ১৮:২৩ |  আপডেট  : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০৭

আমন মৌসুমের শুরুতেই কাউনিয়ায় নানা ধরনের সারের সংকট দেখা দিয়েছে। পাশাপাশি বেড়েছে দামও। ডলারের মূল্যবৃদ্ধি, মূল কাঁচামাল গ্যাস সংকট যমুনা সার কারখানা বন্ধ থাকা, অনেকেই আগাম আলু চাষের জন্য সার মুজত করার কারণে সংকট সৃষ্টির আশঙ্কা তাদের।

সরেজমিন বিভিন্ন গ্রাম ঘুরে কৃষকদের সাথে কথা হলে তারা জানান, ইরি ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কাউনিয়ার কৃষকরা আবারও স্বপ্ন দেখছেন আমন চাষাবাদ নিয়ে। এরই মধ্যে উপজেলার বিভিন্ন মাঠে বীজতলা পরিচর্যা, ক্ষেত প্রস্তুত ও চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। কৃষকদের অভিযোগে জানা গেছে, আলু চাষিরা আগাম সার মজুত করায় রংপুরের কাউনিয়ায় বিভিন্ন এলাকায় চলছে সার সংকট। পাশাপাশি মাছ চাষিরাও বিপুল পরিমাণ সার কিনে পুকুরে দিচ্ছেন। মৌসুমের শুরুতেই সারের দাম বাড়াসহ চাহিদামতো এমওপি (পটাশ) সার ও ইউরিয়া সার না পাওয়ায় চিন্তায় পড়েছেন তারা। জানাগেছে বন্ধ থাকা চারটি কারখানার মধ্যে দুটি চালু করতে পর্যাপ্ত গ্যাসের সরবরাহ চেয়েছে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরশেন (বিসিআিইসি)। গ্যাস সরবরাহ ব্যবস্থাপনার দায়িত্বে থাকা পেট্রোবাংলার সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, খাতওয়ারি চাহিদার বিপরীতে অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস সরবরাহ করা হয়। সারে চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহের চেষ্টা করা হচ্ছে। টেপামধুপুরের কৃষক আঃ মাজেদ জানান, খুচরা বাজারে সারের দাম বেশী নেয়া হচ্ছে। কাউনিয়া উপজেলা কৃষি অফিস সূত্রে জানাগেছে, উপজেলায় ৯জন বিসিআইসি ও ১৮জন বিএডিসি সার ডিলার রয়েছে। তাদের মাধ্যেমে চাহিদা ভিত্তিক সার উত্তোলন করে বাজার জাত করা হচ্ছে। ডিলার পয়েন্টে ইউরিয়া বস্তা প্রতি ১৩৫০, টিএসপি ১৩৫০, পটাশ ১০০০, ঢেপ ১০৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। বেশী দামে সার বিক্রির কোন সুযোগ নাই। উপজেলা কৃষিকর্মকর্তা কৃষিবিদ মোঃ মনিরুজ্জামান জানান, চলতি মৌসুমে ১১হাজার ৪৭০ হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে, অর্জন হয়েছে ১১৪৭৫ হেক্টর। উৎপাদন লক্ষ্যমাত্রা ৪৭হাজার ৮৮০ মেট্রিক টন ধান। এলাকার চাহিদা অনুযায়ী পর্যাপ্ত সার মজুত রয়েছে, সার সংকট হওয়ার কোন কারন নাই। আমরা মূল্যবৃদ্ধি ও মজুতদারের বিরুদ্ধে তৎপর রয়েছি, নিয়মিত বাজার মনিটরিং করছি। কেউ যদি সার মজুত ও বেশী দামে বিক্রি করে তবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে। তিনি আলু চাষিদের আগাম সার কিনে মজুত না করার আহবান জানিয়েছেন। 
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত