কাউনিয়ায় আবারো মোটর সাইকেল চুরি!
প্রকাশ: ১৮ মে ২০২২, ১৯:২২ | আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, ২২:৩৮
রংপুরের কাউনিয়ায় আাবারো মোটর সাইকেল চুরির ঘটনা ঘটেছে। এভাবে মোটর সাইকেল চুরির ঘটনায় মোটরসাইকেল মালিকদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
কাউনিয়া থানায় লিখিত অভিযোগ ও এলাকাবাসি সুত্রে জানা গেছে, গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার শহীদবাগ ইউনিয়নের সাব্দী গ্রামে এই চুরির ঘটনা ঘটে। মোটরসাইকেলের মালিক রেদওয়ানুল হক রোজ জানান, তিনি ৭টা ৪০ মিনিটের দিকে বাসার সামনে মোটর সাইকেল রেখে ভিতরে প্রবেশ করেন। ৫০ মিনিট পর এসে দেখতে পান তার কালো রংয়ের বাজাজ পালসার ১৫০ সিসি মোটরসাইকেলটি নেই কে বা কাহারা চুরি করে নিয়ে গেছে। যার (রেজি: প্রক্রিয়াধীন) এই ঘটনায় তিনি কাউনিয়া থানায় লিখিত অভিযোগ দাখিল করেন।
কাউনিয়া থানার অফিসার ইনর্চাজ মোঃ মাসুমুর রহমান জানান, অভিযোগ পেয়েছি মোটরসাইকেলটি উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। কাউনিয়ায় এপর্যন্ত চুরি যাওয়া কোন মটর সাইকেল উদ্ধার করা সম্ভব হয়নি। ফলে এলাকায় আকঙ্ক বিরাজ করছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত