কাউনিয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত
প্রকাশ: ৮ মার্চ ২০২২, ২০:০১ | আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ২২:১৪
টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগন্য, এই প্রতিপাদ্য কে সামনে রেখে কাউনিয়া উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বিভিন্ন কর্মসুচির মধ্যে দিয়ে আন্তর্জাতিক নারী দিবস মঙ্গলবার পালিত হয়।
কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা, পুরস্কার বিতরণ। উপজেলা ক্যাম্পাস থেকে র্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি অডিটরিয়ামে আলোচনা সভা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা ইয়াসমীন এর সভপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার তাহ্মিনা তারিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান আঙ্গুরা বেগম। অনান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা শাহনাজ পারভীন, শিক্ষা অফিসার আব্দুল হামিদ সরকার, সমাজ সেবা কর্মকর্তা সামিউল আলম, জানো প্রকল্পের উপজেলা ম্যানেজার শাহানা ইয়াসমিন, নারী নেত্রী সামছুননাহার রানী প্রমূখ। পরে কিশোরী ক্লাবের সদস্যদের মাঝে গেঞ্জি ও পুরস্কার বিতরণ করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত