কাউনিয়ায় আওয়ামী লীগ নেতা জহির উদ্দিন আর নেই

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২১, ১০:০০ |  আপডেট  : ১০ জানুয়ারি ২০২৫, ১৯:০৪

কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন (৩৫) আর নেই (ইন্নালিল্লাহী---রাজেউন)। গত শুক্রবার বিকালে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যু কালে তিনি স্ত্রী ১ কন্যা ১ পুত্র সন্তান, বন্ধু বান্ধব সহ অসংখ্য আত্মীয় স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। 

তিনি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। শনিবার বাদ যোহর জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া শোক জানিয়ে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত