৭টি মনোয়ন ফরম বিক্রয় 

কাউনিয়ায় আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা

  সারওয়ার আলম মুকুল, কাউনিয়া (রপুর) প্রতিনিধি  

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২১, ১৯:১৬ |  আপডেট  : ৮ জানুয়ারি ২০২৫, ১২:৩৭

আসন্ন ৩য় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে কাউনিয়া উপজলা সদর ৫নং বালাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা শনিবার ইউনিয়ন পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়। 

বালাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ আনছার আলীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ দিলদার আলীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া, প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক আঃ হান্নান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জয়নাল আবেদীন, আঃ জলিল, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হাসান, জমসেদ আলী প্রমূখ। সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। সভায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহী দলীয় নেতা কর্মীদের মাঝে মনোনয়ন ফরম বিতরণ করা হয়। সন্ধা পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ করেন বর্তমান চেয়ারম্যান ও বালাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আনছার আলী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জমসেদ আলী, উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মোঃ সোহরাব হোসেন মুদী, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক প্রভাষক সরকার আবু ফেরদৌস মোঃ মহসীন হীরা, সাবেক ছাত্রলীগ সাধারন সম্পাদক বর্তমান আওয়ামী লীগ সদস্য মোঃ হাবিবুর রহমান হাবিব, বালাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সাধারন সম্পাদক দিলদার আলী ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোঃ আমিন আনছারী প্রমূখ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত