কাউনিয়ার হারাগাছে স্বামীর পিটুনিতে গৃহবধু হাসপাতালে 

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ

প্রকাশ: ২১ এপ্রিল ২০২১, ১৯:২৪ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ১১:৩১

কাউনিয়া উপজেলার ভিতরকুঠি গ্রামে যৌতুকের জন্য গত বৃহস্পতিবার রাতে মাদকাসক্ত স্বামীর মারপিটে আহত হয়ে গৃহবধু‚ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

পারিবারিক সূত্রে জানাগেছে,হারাগাছ ইউনিয়নের পলীমারী গ্রামের জাহাঙ্গীর আলমের কন্যা আরফিনা খাতুনের সাথে পাশ্ববর্তী সারাই ইউনিয়নের ভিতরকুঠি মালিপাড়া গ্রামের রুহুল আমিনের পুত্র সোহেল রানার সাথে প্রায় ২ বছর আগে বিয়ে হয়। বিয়েতে বরের চাহিদা মত প্রায় লক্ষাধিক টাকা যৌতুক হিসেবে প্রদানও করা হয়। স্বামী সোহেল রানা নেশা করে টাকা শেষ করে আবার বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য স্ত্রী কে চাপ দেয়। সে টাকা না আনায় নেশা করে মাতাল হয়ে এসে ঘটনার রাতে স্ত্রী কে লাঠি দিয়ে মারপিট করে গুরুতর আহত করে। স্থানীয় প্রতিবেশীরা আরফিনার আর্তচিৎকার শুনে এসে তাকে উদ্ধার করে। পরে আরফিনার পরিবারের লোকজন এসে তাকে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। আরফিনার পিতা জাহাঙ্গীর আলম হারাগাছ মেট্রো থানায় গত শনিবার রাতে একটি অভিযোগ দায়ের করে। হারাগাছ মেট্রো থানার ওসি রেজাউল করিম অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন মেডিকেল সনদ ও তদন্ত সাপেক্ষ আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত