কাউনিয়ার হারাগাছে গ্রামীণ মোবাইল টাওয়ারের ৪৮ ব্যাটারী চুরি
প্রকাশ: ৬ এপ্রিল ২০২১, ১৬:৪৯ | আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ০০:০১
কাউনিয়ার হারাগাছ পৌর সভায় গ্রামীণ ফোন মোবাইল টাওয়ারের উচ্চ ক্ষমতা সম্পন্ন ৪৮ টি ব্যাটারী গত মঙ্গলবার সকাল ৬ টার দিকে চুরি যাওয়ার খবর পাওয়া গেছে। চুরির ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনার ঝর বইছে।
ব্যাটারী চুরির পর বিদ্যুৎ চলে গেলে ২০ টি মোবাইল টাওয়ারের গ্রাহকদের সাময়িক নেটওয়ার্ক সমস্যায় পড়তে হয়। পরে পুনরায় ব্যাটারী স্থাপন করে নেটওয়ার্ক স্বাভাবিক রাখা হয়েছে। চুরি যাওয়া ব্যাটারীর আনুমানিক মুল্য ৮ লাখ টাকা হবে। প্রত্যক্ষদর্শী কয়েক ব্যাক্তি জানান, হারাগাছ ডেলকোটারী গ্রামে গ্রামীণ ফোনের স্থাপিত টাওয়ারের সামনে প্রায় দিনের মতো একটি পিকাপ জীপ গাড়ী এসে থামে। গাড়ী থেকে ৩/৪ জন লোক নেমে টাওয়ারের কেবিনে প্রবেশ করে। কিছুক্ষণ পর তারা ব্যাটারী গুলো গাড়ীতে করে তুলে নিয়ে যায়। তখন তারা মনে করেছিল এরা গ্রামীণ টাওয়ারের লোক। বিদ্যুৎ চলে যাওয়ার পর নেটওয়ার্ক বন্ধ হয়ে গেলে গ্রামীণ মোবাইল টাওয়ারে কারিগরি সহায়তা প্রদান কারী সংস্থা মেটাল প্লাস এর টিম এসে দেখতে পায় উচ্চ ক্সমতা সম্পন্ন ৪৮ টি ব্যাটারী চুরি হয়ে গেছে। এ টাওয়ার থেকে আশপাশের ২০ টি টাওয়ারে নেটওয়ার্ক সাপ্লাই দেয়া হতো। চুরির ঘটনার পর পর বিদ্যুৎ চলে যাওয়ায় সাময়িক নেটওয়ার্ক সমস্যায় পরে গ্রাহকরা। দুপুুরের দিকে প্রয়োজনীয় ব্যাটারী স্থাপন করে নেটওয়ার্ক স্বাভাবিক রাখা হয়। রংপুর অ লে ৫৮৬ টি টাওয়ারের মধ্যে প্রায় শতাধিক টাওয়ারে সিসি ক্যামেরা লাগানো থাকলে এ টাওয়ারে সিসি ক্যামেরা লাগানো ছিলনা।
গ্রামীণ ফোন কে কারিগর সহায়তা প্রদানকারী সংস্থার ফিল্ড ইঞ্জিনিয়ার (রক্ষণাবেক্ষণ) মোঃ রুহুল আমিন বলেন প্রশিক্ষিত সংবদ্ধ চোরের দল এ কাজটি করেছে। তাছাড়া এত সিকিউরিটি সম্পন্ন কেবিনের তালা ভেঙ্গে চুরি সম্ভব না। গ্রামীণ ফোনের সিকিউরিটি সেল বগুড়া থেকে বিষয় তদন্ত করে আইনি প্রক্রিয়ায় যাওয়ার কথা জানান তিনি। হারাগাছ মেট্রো থানার ওসি মোঃ রেজাউল করিম বলেন পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে। গ্রামীণ ফোন টাওয়ার কর্তৃপক্ষকে অভিযোগ দাখিলের কথা বলেছেন। চুরির ঘটনাটি এলাকায় টক অবদি টাউনে পরিনত হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত