কাউনিয়ার ভায়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ে দুস্থ ছাত্রীর মাঝে আর্থিক অনুদান বিতরণ

  সারওয়ার আলম মুকুল

প্রকাশ: ২৩ মার্চ ২০২৩, ১০:০৪ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ১১:৪৬

কাউনিয়ায় টেপামধুপুর ইউনিয়নের ভায়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে গত বুধবার ২৬জন দুস্থ ছাত্রীর মাঝে অনুদান বিতরণ করা হয়। বিদ্যালয়ের দুস্থ ছাত্রী কল্যাণ সমিতির উদ্যোগে দুস্থ ছাত্রীদের অনুদান বিতরণ অনুষ্ঠান বিদ্যালয় হলরুমে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ মকবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু সাঈদ মোঃ আরিফ মাহাফুজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, আরাজি শাহাবাজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাকের সরকার। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তৈয়বুর রহমান। বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক অশ্বিনী কুমার বর্মন, সিনিয়র শিক্ষক মোঃ জসিম উদ্দিন, সহকারি শিক্ষক আব্দুর রহমান, সাহিনুর রহমান, প্রফুল্ল চন্দ্র বর্মন, নাজমুল ইসলাম প্রমূখ। বিদ্যালয়ের ২৬ জন দুস্থ শিক্ষার্থীর মাঝে ২০ হাজার ৮শত টাকা বিতরণ করা হয়। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত