কাউনিয়ার প্রবীণ শিক্ষক আবদুল্লাহ মন্ডল আর নেই
প্রকাশ: ২২ মার্চ ২০২২, ১৯:০৫ | আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ২৩:০৩
কাউনিয়ায় কুটির পাড় শিবু মাঝাপাড়া গ্রামের বাসিন্দা শিবু সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আবদুল্লাহ মন্ডল (জবেত) মাস্টার (৭০) আর নেই (ইন্না-লিল্লাহি---রাজেউন) তিনি বেশ কিছু দিন থেকে বিভিন্ন রোগে অসুস্থ্য থাকা অবস্থায় সোমবার বেলা আনুমানিক ৩টা সময় রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃত্যু কালে স্ত্রী ১ মেয়ে ৩ ছেলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার সকালে জানাযা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত