কাউনিয়ার নলঝুড়ি নিগমানন্দ সারস্বত আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাইকমিশনার

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ১৯:১৮ |  আপডেট  : ২৯ এপ্রিল ২০২৫, ২২:৩২

রংপুর জেলার কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়নের নলঝুড়িতে শ্রী শ্রী নিগমানন্দ সারস্বত আশ্রম গত বুধবার পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার শ্রী মনোজ কুমার। পরিদর্শনকালে তিনি আশ্রমের পরিবেশ ও কার্যক্রম ঘুরে দেখেন এবং আশ্রম কর্তৃপক্ষ ও ভক্তদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি ভারত ও বাংলাদেশের মধ্যে আধ্যাত্মিক ও সাংস্কৃতিক সম্পর্কের গভীরতা ও বন্ধনের কথা তুলে ধরেন। আশ্রম কর্তৃপক্ষ তাকে আন্তরিক ভাবে স্বাগত জানান এবং ভারতের সহকারী হাইকমিশনারের এই সফরকে আশ্রমের জন্য একটি গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেন। এবং আশ্রমের উন্নয়ন ও সংস্কার কাজে সহযোগিতার আশ্বাস দেন। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত