কাউনিয়ার ধানক্ষেতে জনপ্রিয় হচ্ছে পরিবেশ বান্ধব পাচিং পদ্ধতি

  সারওয়ার আলম মুকুল

প্রকাশ: ১৪ মে ২০২৪, ১৭:০২ |  আপডেট  : ১৩ ডিসেম্বর ২০২৪, ১৯:১১

কাউনিয়ায় ধানক্ষেতে পোকা মাকড় দমনে প্রাকৃতিক ও কৃষি বান্ধব ডেথ পাচিং ও লাইফ পাচিং পদ্ধতি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এলাকার কৃষক কৃষি বিভাগের পরামর্শে তাদের ক্ষেতে কঞ্চি, ঝিক ও ধৈঞ্চা গাছ বপন করে পোকা মাকড় দমনে উপকৃত হওয়ায় এ পদ্ধতি চাষীদের মাঝে ব্যাপক সারা জাগিয়েছে।

সরেজমিনে বিভিন্ন গ্রাম ঘুরে দেখাগেছে অধিকাংশ জমি পাচিং পদ্ধতির আওতায় এসেছে। বিশেষ করে লাইফ পাচিং পদ্ধতি কৃষকদের মাঝে ব্যাপক প্রভাব ফেলেছে। কারন এ পদ্ধতি প্রয়োগ করে যেমন ধৈঞ্চা গাছের ঝরে পড়া পাাতা থেকে ক্ষেতে তৈরি হচ্ছে জৈব সার, পাশা পাশি ক্ষেতের পোকা মাকড় দমনে কৃষকদের অর্থ ও সঞ্চয় হচ্ছে। পরবর্তীতে ওই ধৈঞ্চা গাছ জ্বালানী হিসাবে ব্যবহারের সুযোগ ও রয়েছে। তাই গোটা উপজেলায় ধান ক্ষেতে ক্ষেতে ডেথ ও লাইফ পাচিং পদ্ধতি ব্যাপক ভাবে পরিলক্ষিত হচ্ছে। উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানা গেছে ধান ক্ষতে, মাজরা, পাতা মোড়ানো, ঘাস ফড়িং, চুঙ্গি, লেদা, পামড়ীসহ নানা প্রজাতির পোকার আক্রমন দেখা দেয়। 

ক্ষেতে আক্রান্ত পোকা মাকড় দমনে কৃষকরা বাজার থেকে চড়া মূল্যে রাসায়নিক কীটনাশক ঔষধ সংগ্রহ করে করে আমন ক্ষেত্রে প্রয়োগ করেও কোন কাজ হয় না। সেই সাথে পরিবেশ বান্ধব অনেক উপকারী পোকা মাকড় মারা যায়। তাই উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার ও ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা সহ সকল এসএএও রা সংশ্লিষ্ট ব্লকের ক্ষেতে ক্ষেতে চাষীদের কে উদ্বুদ্ধ করে পাচিং পদ্ধতির ব্যবস্থা করতে। কর্দমাক্ত ও পানি জমা জমিতেও সেচ বানিয়া রোস্ট্রোট্রটা বৈজ্ঞানিক নামের এ ধৈঞ্চা গাছটি জীবিত থাকে। অপর দিকে লাইভ পাচিং এর পাশাপাশি ডেড পাচিং ক্ষেতে গাছের ডাল কিংবা বাঁশের কঞ্চিপুতে দেওয়া পদ্ধতি ব্যবহার করে চাষীরা উপকৃত হয়েছে। উপজেলা কৃষি অফিসার শাহানাজ পারভীন জানান চলতি মৌসুমে উপজেলা ৭৫৯৭ হেক্টর জমিতে ধান চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এর মধ্যে হাইব্রিড ২৪৯৯ ও উপশি ৫০৯৮, অর্জন হয়েছে ৭৬১০ হেক্টর জমিতে। বেশীর ভাগ হাইব্রীড ও উফশি জাতের ধান চাষ করা হয়েছে। 

এর মধ্যে অধিকাংশ জমিতেই পাচিং পদ্ধতি এর আওতায় আনা হয়েছে। সেখানে ফিঙ্গে পাখি সহ নানা জাতের পাখি বসে ক্ষেতের পোকামাকড় খেয়ে ফেলে, এতে করে কৃষকরা বিনা পয়সায় পোকামাকর দমন করতে পারছে। পরিবেশ ভালো থাকে, ধৈঞ্চার শিকড় বাতাস থেকে নাইট্রজেন ধরে রাখে। কৃষি বিভাগের পরামর্শে প্রাকৃতিক পদ্ধতিতে পোকা মাকড় দমনে ডেথ পাচিং ও লাইফ পাচিং পদ্ধতি ব্যবহার করে উপকৃত হচ্ছে এলাকার কৃষক। 

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত