কাউনিয়ার টেপামধুপুরে ৬ জুয়াড়ি আটক

  সারওয়ার আলম মুকুল

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৩, ১৫:৫০ |  আপডেট  : ২১ জানুয়ারি ২০২৫, ১০:১৪

কাউনিয়ায় টেপামধুপুর ইউনিয়নের ভাঙ্গামাল্লি বুড়িরহাট বাজার থেকে জুয়া খেলারত অবস্থায় নগদ টাকা, মোবাইল ফোন, জুয়া খেলার সরাঞ্জাম সহ ৬ জুয়াড়ি কে গত সোমবার রাতে আটক করেছে পুলিশ। থানা সূত্রে জানাগেছে উপজেলার টেপামধুপুর বুড়িরহাট বাজারে রফিকুলের ডেকোরেটরের দোকানে জুয়া খেলারত অবস্থায় ওসির নির্দেশে এসআই ওসমান গনির নেতৃত্বে এসআই বুলবুল, মাসুদ রানা সহ একদল পুলিশ অভিযান চালিয়ে গত সোমবার রাতে ভাঙ্গামাল্লি বুড়িরহাট বাজারে রফিকুলের ডেকোরেটরের দোকান থেকে নগদ টাকা, মোবাইল ফোন, জুয়া খেলার সরাঞ্জাম সহ ৬ জুয়াড়ি কে আটক করে। আটকৃতরা হলেন বিশ্বনাথ গ্রামের নাজমুল ইসলাম (৩৫), লিটন মিয়া (৩০), রুস্তম আলী (৪৫), রফিকুল ইসলাম (৩৫), শহিদুল ইসলাম (৪৫), ইন্তাজ আলী (৫০)। থানা অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ বলেন আটককৃতদের নামে জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। 
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত