কাউনিয়ার টেপামধুপুরে চাঁদাবাজী মামলায় গ্রেফতার এক

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ১০ আগস্ট ২০২২, ০৯:৫৮ |  আপডেট  : ২৩ জানুয়ারি ২০২৫, ০৬:২৭

রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিযনে বাদাম ব্যবসায়ীর কাছে চাঁদা দাবীর মামলায় কাউনিয়া থানা পুলিশ রতন মিয়া (২৭) নামের এক চাঁদাবাজ কে আটক করে।

কাউনিয়া থানা ও অভিযোগ সূত্রে জানাগেছে কাউনিয়ার টেপামধুপুর হাট এলাকার কারবালার মোড়ের বাদাম ব্যবসায়ী আঃ জব্বার এর কাছে রতন মিয়া মোটা অংকের চাঁদা দাবী করলে সে কাউনিয়া থানায় গত সোমবার বিকালে একটি অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে গত মঙ্গলবার দুপুরে বালাপাড়া ইউনিয়নের পাঞ্জরভাঙ্গা এলাকা থেকে পুলিশ রতন কে আটক করে। রতনের বাড়ি টেপামধুপুর ইউনিয়নের বিনদমাঝি জোলাপাড়া গ্রামে বলে জানাগেছে। কাউনিয়া থানার ইন্সপেক্টার (তদন্ত) সেলিমুর রহমান জানান, রতন কে চাঁদাবাজীর মামলায় আটক করা হয়েছে এবং জেল হাজতে প্রেরন করা হবে।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত