কাউনিয়ার আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রাশেদুলের মনোনয়ন পত্র দাখিল
প্রকাশ: ১ নভেম্বর ২০২১, ১৯:১৫ | আপডেট : ৯ জানুয়ারি ২০২৫, ১৩:১৮
কাউনিয়া উপজেলায় ২৮শে নভেম্বর অনুষ্ঠিতব্য টেপামধুপুর ইউপি নির্বাচনে আওয়ামী লীগ এর বিদ্রোহী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে মোঃ রাশেদুল ইসলাম সোমবার চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন।
প্রবীণ আওয়ামী লীগ নেতা, সমর্থক ও বিভিন্ন এলাকা থেকে আসা নেতা কর্মী নিয়ে টেপামধুপুর ইউনিয়ন রিটানিং কর্মকর্তা ও সমাজ সেবা অফিসার মোঃ সামিউল আলম এর কাছে মনোনয়ন পত্র দাখিল করেন রাশেদুল ইসলাম। মনোনয়ন পত্র দাখিলের সময় তার সাথে ছিলেন প্রবিন আওয়ামীলীগ নেতা আলহাজ্ব আব্দুল আউয়াল, সাবেক অধ্যক্ষ হোসেন আলী সরকার, আওয়ামীলীগ নেতা আব্দুল কাদের, আঃ জলিল, নুর নবী তালুকদার, শহিদুল ইসলাম, জসমত আলী, আনোয়ার হোসেন, ওসমান গনি, বকুল প্রমূখ।
মনোনায়ন পত্র জমা শেষে রাশেদুল জানান, জনগনের ভালবাসায় নির্বাচিত হলে দলমত সকলের সহযোগিতায় টেপামধুপুর ইউনিয়ন কে দুর্নীতি মুক্ত, অসাম্প্রদায়ীক, উন্নয়ন সমৃদ্ধ, আধুনিক ডিজিটাল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত