কাউনিয়ার আওয়ামী লীগের প্রার্থী আনছার আলীর মনোনয়ন পত্র দাখিল

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ১ নভেম্বর ২০২১, ১৯:২৩ |  আপডেট  : ৩ জানুয়ারি ২০২৫, ১৯:৫৩

কাউনিয়া উপজেলায় ২৮শে নভেম্বর অনুষ্ঠিতব্য বালাপাড়া ইউপি নির্বাচনে আওয়ামী লীগ সমর্থীত চেয়ারম্যান প্রার্থী মোঃ আনছার আলী সোমবার বিকালে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন। 

প্রবীণ আওয়ামী লীগ নেতা, সমর্থক ও বিভিন্ন এলাকা থেকে আসা নেতা কর্মী নিয়ে বালাপাড়া ইউনিয়ন রিটানিং কর্মকর্তা ও শিক্ষা অফিসার মোঃ আব্দুল হামিদ সরকার এর কাছে মনোনয়ন পত্র দাখিল করেন রাশেদুল ইসলাম। মনোনয়ন পত্র দাখিলের সময় তার সাথে ছিলেন উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি আঃ জলিল, জয়নুল আবেদীন, যুগ্ম সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জমশের আলী, জাহাঙ্গির হাসান, ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, জেলা পরিষদ সদস্য সেলিনা তালুকদার শিউলি, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারন সম্পাদক দিলদার আলী, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম, ছাত্রলীগ নেতা জামিল হোসেন প্রমূখ। 

মনোনায়ন পত্র জমা শেষে আনছার আলী জানান, জনগনের ভালবাসায় ২য় বার নির্বাচিত হলে দলমত সকলের সহযোগিতায় বালাপাড়া ইউনিয়ন কে দুর্নীতি মুক্ত, অসাম্প্রদায়ীক, উন্নয়ন সমৃদ্ধ, আধুনিক ডিজিটাল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবেন। এছারা উন্নয়নের অসমাপ্ত কাজ গুলো সমাপ্ত করবেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত