কাউনিয়ায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদ্যাপন
প্রকাশ: ৬ নভেম্বর ২০২১, ১৫:১৬ | আপডেট : ৭ জানুয়ারি ২০২৫, ০১:০৭
“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্য কে সামনে রেখে কাউনিয়া উপজেলায় ৫০তম জাতীয় সমবায় দিবস বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে শনিবার পালিত হয়।
উপজেলা ক্যাম্পাস থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন শেষে বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি অডিটরিয়ামে আলোচনা সভা মোঃ আলিমুল রেজ্জা খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা তারিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান আঃ রাজ্জাক, মহিলা ভাইস চেয়ারম্যান আঙ্গরা বেগম, জেলা মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সরদার আব্দুল হাকিম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম। অনান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট সমবায়ী রেনু বালা, সারওয়ার আলম মুকুল, শাহ জালাল আহাম্মেদ, শামিউল আলম শিমু, হুমাউন কবির তারা, নুর মোহাম্মদ, সাইফুল ইসলাম বাবুল, সুজন চন্দ্র প্রমুখ। পরে উপজেলার বিভিন্ন ক্যাটাকরিতে সফল সমিতি ও সমবায়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত