কাউনিয়ায় কীটনাশক পানে গৃহবধূর আত্মহত্যা
প্রকাশ: ৯ জুন ২০২১, ১৯:৪৭ | আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ০২:৩০
কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়নের নাজিরদহ গ্রামে গরু বিক্রির টাকা নিয়ে স্বামীর সাথে ঝগড়া বিবাদ হওয়ায় অভিমান করে কীটনাশক পানে গৃহবঁধু রাশেদা বেগম (৩৭) আত্মহত্যা করেছে। পারিবারিক সূত্রে জানাগেছে নাজিরদহ গ্রামের আবেদ আলীর দ্বিতীয় স্ত্রী রাশেদা বেগম একটি বলদ গরু লালন পালন করে।
স্বামী গরু বিক্রির ২৩ হাজার টাকা নিয়ে খরচ করে ফেলায় স্ত্রীর সাথে ঝগড়া বিবাদ হয়। এ কারণে মনের দুঃখে স্বামীর সাথে অভিমান করে সোমবার সন্ধ্যায় কীটনাশক পান করে। অসুস্থ অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে মারা। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত