কলমা ও ভরাকৌল সংযোগ ব্রীজের বেহালদশা, দেখার যেন কেউ নেই

  মোঃলিটন মাহমুদ মুন্সীগঞ্জঃ

প্রকাশ: ৬ ডিসেম্বর ২০২১, ১৬:১৮ |  আপডেট  : ৬ জানুয়ারি ২০২৫, ০৪:৫৩

লৌহজং উপজেলার কলমা ও ভরাকৌলের  একমাত্র   সংযোগ ব্রীজটি দীর্ঘদিন অযন্ত আর অবহেলায় কারনেই  বেহালদশা হয়ে রয়েছে।কিন্তু এই ব্রীজটি দিয়ে প্রতিদিন হাজার হাজার লোকের চলাচল করতে হয়।ব্রীজের দু পাশে কোন প্রকার ধরার সার্পোট না থাকার কারনে ভয়ে ভয়ে  শিক্ষার্থী থেকে শুরু করে সাধারন মানুষের চলাচল করতে  হয়। 

দিনের বেলা চলতে পারলেও রাতের বেলায় মানুষের জন্য ব্রীজটি মিত্যু ফাঁদ হয়ে দাড়িয়ে থাকে।যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দুঘর্টনা।  বিষয়ে স্থানীয় চেয়ারম্যান কাছে ফোন করা হলেও মোবাইল বন্ধ থাকার কারনে যোগাযোগ করা যায়নি।চেয়ারম্যানের ভাই খলিল জানায় ব্রীজটি প্রস্থ কম থাকার কারনে ব্রীজটি প্রস্থ বাড়ানোর জন্য দু পাশ ভাঙ্গা হয়েছে।খুব শীঘ্রই ব্রীজটি মেরামত করা হবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত