করোনা ভাইরাস: 'ষড়যন্ত্র তত্ত্ব'?

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৭ আগস্ট ২০২১, ১১:২৬ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ১৩:২৬

অভিজিৎ বড়ুয়া অভি

 

করোনভাইরাস মহামারী নিয়ে বিভিন্ন “ষড়যন্ত্র তত্ত্ব” প্রচারিত। যেমনঃ করোনভাইরাস মহামারী একটি নতুন বিশ্ব ব্যবস্থা  তৈরির পরিকল্পনা। করোনাভাইরাস যেমন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছিল, তেমনি এর উৎস সম্পর্কে অনুমানও করা হয়েছিল। সম্ভবত ভাইরাস কোনও ল্যাব থেকে ছড়িয়েছে, সম্ভবত এটি একটি বায়োওপিয়ন হিসাবে ইঞ্জিনিয়ারড। ইলিনয় বিশ্ববিদ্যালয়ের হার্ভার্ড প্রশিক্ষিত আইনবিদ অধ্যাপক, বয়েল বলেছেন, করোনাভাইরাস একটি জিনগতভাবে ইঞ্জিনিয়ারড বায়ো-অস্ত্র যা চীনের উহানের একটি উচ্চ-স্তরের বায়োসফটি লেভেল 4 ল্যাব থেকে ছড়িয়ে পড়ে। তিনি এটিকে ন্যানো টেকনোলজিকাল টিঙ্কারিংয়ের লক্ষণ এবং এইচআইভি, হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্স ভাইরাস থেকে প্রোটিন সন্নিবেশের লক্ষণ হিসাবে উল্লেখ করেছেন। তিনি অভিযোগ করেছেন যে মার্কিন গবেষকরা এটি তৈরিতে সহায়তা করেছিলেন এবং হাজার হাজার চিকিৎসক, বিজ্ঞানী এবং নির্বাচিত নেতারা এই সত্যকে আড়াল করার ষড়যন্ত্র করছেন। তাঁর বিশ্বাস বিশ্বজুড়ে সরকারগুলি জৈবিক সম্পর্কিত একটি গোপন অস্ত্রের লড়াইয়ে জড়িত। বয়েলের ভাইরাস বা জীববিজ্ঞানে কোন একাডেমিক ডিগ্রি নেই তবে তিনি রোগজীবাণু নিয়ে গবেষণার দীর্ঘকালীন সমালোচক। 

অন্য তত্ত্ব হলো ২০১৯-এর শেষ দিকে চীন থেকে যখন প্রথম করোনা সংক্রমণের খবর মিলল, তার কিছুদিন পর থেকেই তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করতে শুরু করেছিলেন, করোনা সংক্রমণের জন্য দায়ী চীন। এরপর নতুন করে মার্কিন গোয়েন্দা বিভাগকে করোনার উৎস সন্ধানের ভার দিলেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। জো বাইডেন তদন্ত-নির্দেশ দেওয়ার ক’দিন আগেই ‘ওয়াল স্ট্রিট জার্নাল’-এ প্রকাশিত রিপোর্টে দাবি করা হয়েছিল, ২০১৯-এর নভেম্বর, চীন থেকে প্রথম করোনা সংক্রমণের খবর আসার কিছুদিন আগে উহান ইনস্টিটিউট অফ ভাইরোলজির তিন জন গবেষক কোভিডের মতো উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। মার্কিন গোয়েন্দা সংস্থারই একটি রিপোর্ট জানা যায়, বিশ্বে করোনা অতিমারীর অনেক আগে ভাইরাসের মিউটেশন ঘটিয়ে সেটিকে ‘জৈব অস্ত্র’ হিসেবে ব্যবহারের পরিকল্পনা করেছিলেন চীনা গবেষকরা। চীন আবার শুরু থেকে নিজেদের উপর থেকে ফোকাস অন্যদিকে ঘোরাতে চেয়েছে। আর তাই তারা দাবি করেছিল, মেরিল্যান্ডে আমেরিকার মিলিটারি ল্যাবরেটরি থেকেই ছড়িয়েছে করোনা। 

“ষড়যন্ত্র তত্ত্ব” প্রচারিত যে নিকুলিনক যিনি ১৯৯০ এর দশকে জাতিসংঘের জৈবিক এবং রাসায়নিক অস্ত্র সম্পর্কিত কমিশনে দায়িত্ব পালন করেছিলেন, তিনি 2020 সালের 20 জানুয়ারিতে রাশিয়ান সামরিক বাহিনীর সাথে জড়িত রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জাভেজেদারে প্রকাশ করেছিলেন, মার্কিনরা ভাইরাসটি তৈরি করেছে এবং এটি চীনকে আক্রমণ করতে ব্যবহার করেছে। মন্টাগনিয়ার একজন বিশ্বখ্যাত ভাইরোলজিস্ট, যিনি এইচআইভি আবিষ্কারের জন্য ফিজিওলজি বা মেডিসিনে ২০০৮ সালের নোবেল পুরষ্কার জিতেছিলেন, নিউজ চ্যানেল সিএনইউজের সাথে এপ্রিলের একটি সাক্ষাৎকারের সময়, দাবি করেছিলেন যে করোনভাইরাসটি প্রকৃতিতে উদ্ভূত হয়নি এবং কেউ জিনগত উপাদান নিয়ে এটিকে করোনভাইরাসটিতে যুক্ত করেছেন।

সবচেয়ে বেশী প্রচারিত “ষড়যন্ত্র তত্ত্ব” হলো প্রাণঘাতী করোনাভাইরাস ছড়ানোর পেছনে মার্কিন বিলিয়নিয়ার ও প্রযুক্তি ব্যবসায়ী বিল গেটস এবং বিনিয়োগ মোগল খ্যাত জর্জ সরোসের মতো অতি ধনীদের হাত রয়েছে। ভাইরাসটি পরিকল্পিতভাবে ছড়ানো হয়েছে। একই দাবি করেছেন যুক্তরাজ্যের খ্যাতনামা জ্যোতির্বিজ্ঞানী ও মানবাধিকারকর্মী পিয়ার্স করবিন। তিনি ব্রিটিশ রাজনীতিক ও লেবার পার্টির নেতা জেরেমি করবিনের বড় ভাই। বিল গেটস ২০১৫ সালে কানাডার ভ্যাংকুভারে এক সম্মেলনে দেয়া ভাষণে বলেছিলেন, “আগামী কয়েক দশকে যদি কোনো কিছুতে এক কোটি লোকের মৃত্যু হয় - সেটা হয়তো হবে অত্যন্ত সংক্রামক একটা ভাইরাস, কোনো যুদ্ধ নয়।" অক্টোবরে ২০১৯, জনস হপকিনস সেন্টার ফর হেলথ সিকিউরিটির অংশীদারদের সাথে, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এবং বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন "ইভেন্ট 201" নামে একটি মহামারী ট্যাবলেটপ অনুশীলন আয়োজন করেছিল, যা বাদুড় থেকে শূকরদের মধ্যে ছড়িয়ে পড়ে এমন জ্যনোটিক করোনভাইরাস প্রাদুর্ভাব এবং এটি মারাত্মক মহামারী  সর্ম্পকিত। এতে প্রমাণ করে যে আয়োজকদের COVID-19 সৃষ্ট মহামারী সম্পর্কে পূর্ব থেকেই জ্ঞান ছিল। ২০১৯ সালের ডিসেম্বরে গেটস কর্তৃক প্রেরিত একটি টুইট, এতে লেখা আছে: "আমাদের পরবর্তী পরিকল্পনা কী? বিশ্বব্যাপী স্বাস্থ্যের সেরা ক্রয়ের অন্যতম: ভ্যাকসিন এর জন্য পরবর্তী বছর কী হতে পারে তা সম্পর্কে আমি বিশেষভাবে উৎসাহিত।” বিল গেটস একটি টেড আলোচনার সময় বলেছিলেন যে নতুন ভ্যাকসিনগুলি 10-15% দিয়ে বিশ্বের জনসংখ্যা হ্রাস করতে ব্যবহার করা যেতে পারে। বিল গেটসের নাম জড়িয়ে আছে পিরব্রাইট ইনস্টিটিউট নামে একটি গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গেও। ওই গবেষণা প্রতিষ্ঠান ইংল্যান্ডের সারে কাউন্টিতে অবস্থিত। খামারে পালন করা হয় এমন প্রাণীদের দেহে যেসব ভাইরাস আক্রমণ করে তা নিয়ে গবেষণা করা হয়। ওই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগ, তারাই করোনা ভাইরাস সৃষ্টি করেছে। ২০১৮ সালে করোনা ভাইরাসের জন্য এক পেটেন্ট করে পিরব্রাইট ইনস্টিটিউট, পিরব্রাইট প্রজেক্টের বরাদ্দ অর্থের বড় অংশ দিয়েছেন বিল ও মেলিন্ডা গেটস। পিরব্রাইট ইনস্টিটিউট করোনা ভাইরাস সংক্রান্ত এক গবেষণার পেটেন্ট বা স্বত্ত্বের অধিকারী।

 Doctors of Truth  নামে পাঁচ শতাধিক জার্মান চিকিৎসকের একটি দল ঘোষণা করেছে যে মহামারীটি পরিকল্পনা করা হয়েছিল এবং করোনভাইরাস মহামারীটি একটি নতুন বিশ্ব ব্যবস্থা তৈরির পরিকল্পনার অংশ। রোগটি আবিষ্কারের চার বছর আগে কোভিড -১৯-এর পরীক্ষার পদ্ধতিটি রিচার্ড রথসচাইল্ড পেটেন্ট করেছিলেন “System and Method for Testing for COVID-19” । ডাচ ওয়েবসাইটের একটি স্ক্রিনশট "2015-10-10 রয়েছে যে "COVID-19 এর টেস্টিংয়ের পদ্ধতি এবং পদ্ধতি" এর পেটেন্ট " এর "অগ্রাধিকারসত্তা" বা “Prioriteitsdatum” (Dutch for “priority date”) । ডঃ ক্রিপ নামে একজন সংগীতজ্ঞ ২০১৩ সালে করোনাভাইরাস মহামারী সম্পর্কে ভবিষ্যদ্বাণী করেছিলেন। ২০১৩ সালে, রেপার একটি গানে প্রকাশিত “প্যান্ডেমিক” নামে একটি গান প্রকাশ করেছে: যা "২০২০ সালে করোনাভাইরাস, মৃতদেহ স্ট্যাকিংয়ের সাথে মিলিত"। লন্ডন ২০১২ অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে করোনভাইরাস মহামারী সম্পর্কে ভবিষ্যদ্বাণী করা একটি প্রতীকী অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানে নার্সদের হাসপাতালের বিছানা ঘিরে নাচ দেখানো এবং উপরে মৃত্যুর মতো চিত্র দেখানো হয়েছে, যা COVID-19 সংকটকে ভবিষ্যৎবাণী করে। 

সর্বশেষ “ষড়যন্ত্র তত্ত্ব” প্রচারিত যে, বিশ্বব্যাংকের একটি "ওয়ার্ল্ড COVID-19 কৌশলগত প্রস্তুতি এবং প্রতিক্রিয়া প্রোগ্রাম", যে প্রোগ্রামটি মার্চ 31, 2025 এর "প্রত্যাশিত প্রকল্প সমাপ্তির তারিখ" রয়েছে । এটি প্রমাণ করে যে মহামারী "প্রকল্প" পরবর্তী পাঁচ বছর ধরে চালিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছে। একটি পৃথক দাবি, যে ওয়ার্ল্ড ইন্টিগ্রেটেড ট্রেড সলিউশন (ডব্লিউআইটিএস) ওয়েবসাইট দেখায় যে COVID-19 টেস্টিং কিটগুলি বিশ্বব্যাংক প্রজেক্টে ২০১৭ এবং ২০১৮ সালে ক্রয় করা হয়েছিল। মার্কিন সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্টনি ফৌসি জানুয়ারী ২০১৭ সালে করা একটি ভাষণের বলেছিলেন: “If there’s one message that I want to leave with you today based on my experience, it is that there is no question that there will be a challenge to the coming administration in the arena of infectious diseases” (Pandemic Preparedness in the Next Administration: Keynote Address by Anthony S. Fauci) .।  “ট্রাম্প প্রশাসনের প্রথম মেয়াদে ফাউসি কীভাবে মহামারী প্রাদুর্ভাবের ভবিষ্যৎবানী করতে পারেন? তিনি কী জানতেন,”।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত