করোনা ভাইরাসে আক্রান্ত ফারুকী, নেগেটিভ তিশা
প্রকাশ: ৩১ জুলাই ২০২১, ১৪:১৫ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ০৯:২২
করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। তবে তিনি বেশ সুস্থ আছেন। শারীরিকভাবে তেমন কোনও জটিলতা নেই। গত ২৬ জুলাই করোনা টিকা নিয়েছিলেন। অপরদিকে এই নির্মাতার স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশারও করোনা পরীক্ষা করা হয়েছিল। এতে তার নেগেটিভ ফল এসেছে।
মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনেই আসছিলাম। তারপরও করোনায় আক্রান্ত হলাম। সবাই আমার জন্য দোয়া করবেন।’
এদিকে তিশা জানান, শুক্রবার (৩০ জুলাই) দু’জনের নমুনা পরীক্ষার রিপোর্টে মোস্তফা সরয়ার ফারুকীর পজিটিভ ও তার রিপোর্ট নেগেটিভ এসেছে। ফারুকীর শারীরিক কোনও জটিলতা তৈরি হয়নি।
সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এ মুক্তি পেয়েছে সরয়ার ফারুকীর প্রথম ওয়েব সিরিজ ‘লেডিস অ্যান্ড জেন্টেলম্যান’; সিরিজটির প্রযোজনা করেছেন তিশা। এটি বেশ প্রশংসিত হয়েছে। অপরদিকে এই নির্মাতার ‘শনিবার বিকেল’ ও ‘নো ল্যান্ডস ম্যান’ ছবি দুটি মুক্তির অপেক্ষায় আছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত