করোনা টিকার দ্বিতীয় ডোজ নেওয়া যাবে ভিন্ন কেন্দ্রে

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২১, ১০:৪২ |  আপডেট  : ১৪ ডিসেম্বর ২০২৪, ২১:০৪

বাংলাদেশে করোনাভাইরাসের টিকা কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন বিভিন্ন শ্রেণি-পেশার ২৬ জনকে টিকা দেওয়া হয়েছিল। এ ঘটনা ২৭ জানুয়ারির। তারপর ৭ ফেব্রুয়ারি থেকে সরকার গণটিকা কার্যক্রম শুরু করে। তখন থেকে যারা প্রথম ডোজের টিকা যে কেন্দ্র থেকে নিয়েছিলেন, দ্বিতীয় ডোজের টিকাও তাদেরকে সেখান থেকে নিতে হয়েছে।

কিন্তু করোনারোধে চলমান বিধিনিষেধের কথা মাথায় রেখে টিকাদানের জন্য নির্ধারিত কেন্দ্র পরিবর্তনের সুযোগ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ফলে প্রথম ডোজ যে কেন্দ্র থেকে নেওয়া হয়েছে, দ্বিতীয় ডোজ সেখান থেকে নেওয়ার বাধ্যবাধকতা থাকছে না।

তবে এ নিয়ম এক জেলা থেকে আরেক জেলা বা আরেক সিটি করপোরেশন এলাকার জন্য প্রযোজ্য হবে। একই সিটি করপোরেশন বা জেলার অভ্যন্তরে টিকাদান কেন্দ্র পরিবর্তন করা যাবে না।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, চলমান ‘লকডাউনের’ কারণে মানুষের ঘর থেকে বের হতে সমস্যা হচ্ছে। ফলে বিভিন্ন স্থানে আটকে পড়ায় দ্বিতীয় ডোজের টিকা গ্রহণ নিয়ে অনেকে উদ্বেগে আছেন। তাদের কথা বিবেচনায় নিয়ে গত বুধবার এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের এমএনসিঅ্যান্ডএএইচের লাইন ডিরেক্টর ডা. মো. শামসুল হক স্বাক্ষরিত একটি নির্দেশনা দেশের সব হাসপাতালের পরিচালক, সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, সিভিল সার্জন, সব সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, ‘বিভিন্ন কারণে টিকা গ্রহিতাদের অনেকের পক্ষেই প্রথম ডোজ টিকা নেওয়ার স্থান থেকে দ্বিতীয় ডোজ টিকা নেওয়া সম্ভব হচ্ছে না। এ অবস্থায় প্রথম ডোজ নেওয়ার স্থান নির্বিশেষে স্বাস্থ্য অধিদপ্তরের নির্ধারিত কেন্দ্রগুলো থেকে দ্বিতীয় ডোজ টিকা নেওয়া যাবে। তবে একই জেলা বা সিটি করপোরেশন এলাকার জন্য এই নিয়ম প্রযোজ্য হবে না। এক্ষেত্রে প্রথম ডোজ দেওয়ার ভ্যাকসিন কার্ড দেখিয়ে টিকা নিতে হবে।’

এ ব্যাপারে জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের এমএনসিঅ্যান্ডএএইচের লাইন ডিরেক্টর ডা. মো. শামসুল হক বৃহস্পতিবার রাতে বলেন, ‘বিভিন্ন কারণে প্রথম ডোজ নেওয়া টিকাদান কেন্দ্র থেকে দ্বিতীয় ডোজ নিতে অনেকের সমস্যা হচ্ছে। এই দুর্ভোগ লাঘবের জন্য নতুন এই নির্দেশনা দেওয়া হয়েছে।’

‘মনে করেন, আপনি ঢাকা থেকে প্রথম ডোজের টিকা নিয়ে চট্টগ্রাম গিয়ে আটকা পড়েছেন। এর মধ্যে আপনার দ্বিতীয় ডোজের টিকা নেওয়ার সময় চলে এলো। এখন আপনি কী করবেন? টিকা নেবেন না? না নিলেও তো সমস্যা। ফলে দ্বিতীয় ডোজ নেওয়ার জন্য ঢাকায় আসতে হবে না। আপনি চট্টগ্রামের একটি কেন্দ্রেই টিকাটি নিতে পারবেন।’

ডা. মো. শামসুল হক আরও বলেন, ‘তবে আপনি ঢাকার এক কেন্দ্র থেকে আরেক কেন্দ্রে যেতে পারবেন না। পুলিশ হাসপাতাল, সম্মিলিত সামরিক হাসপাতালে এই নিয়মে টিকা নেওয়া যাবে না।’

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত