করোনা ও রমজান উপলক্ষে বাগেরহাটে কর্মহীনদের মাঝে অর্থ সহায়তা

  বাগেরহাট প্রতিনিধি 

প্রকাশ: ২১ এপ্রিল ২০২১, ১৯:৩৩ |  আপডেট  : ৪ মে ২০২৫, ১৯:৩৭

বাগেরহাটে করোনা সংক্রমণ ও পবিত্র রমজান উপলক্ষে কর্মহীনদের মাঝে অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার সকালে ইংল্যান্ড প্রবাসী ব্যারিস্টার সৈয়দ খালিদ হায়দারের পক্ষ থেকে বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া এলাকার ৫০ টি কর্মহীন পরিবারের মাঝে ৭০০ টাকা করে সহায়তা দেওয়া হয়। 

স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন রংধনু ইয়ূথ গ্রুপ আয়োজনে খালিদ হায়দারের পিতা সৈয়দ আলী হায়দার এলাকায় ঘুরে ঘুরে এই অর্থ প্রদান করেন। সৈয়দ আলী হায়দার জানান, করোনাকালীন সময়ে অনেক মানুষই অসহায় অবস্থায় রয়েছেন। অর্থ কষ্টে ঠিকমত ইফতারও করতে পারছেন না। তাই ছেলে কাছ থেকে কিছু টাকা এনে এলাকার মানুষকে দিয়েছি। ভবিষ্যতেও আমাদের এই সহযোগিতার হাত প্রসারিত থাকবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত