করোনা আক্রান্ত আকরাম খান

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২১, ১০:৩৩ |  আপডেট  : ৩ মে ২০২৫, ১০:০৮

দেশে করোনার ছোবল যেন কমছেই না। এর প্রভাব পড়ছে বাংলাদেশের ক্রীড়া অঙ্গনেও। এবার করোনায় আক্রান্ত হয়েছেন সাবেক অধিনায়ক ও বর্তমান বোর্ড পরিচালক আকরাম খান।

বেশ কিছুদিন ধরেই কিছুদিন ধরেই শরীরে উপসর্গ ছিল তার। এজন্য বিসিবিতেও আসেননি তিনি। গণমাধ্যমকর্মীরা তার সঙ্গে কথা বলতে চাইলে, বর্তমান পরিস্থিতির কারণে এড়িয়ে গেছেন। অবশেষে টেস্ট করে জানা যায়, করোনায় আক্রান্ত তিনি।

বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, ‘গতকাল টেস্ট করিয়েছিলাম। রাতেই রেজাল্ট পেয়েছি, পজিটিভ এসেছে। এখন বাসায়ই আইসোলেশনে আছি। শারীরিকভাবে সুস্থ আছি। দোয়া করবেন আমার জন্য।’

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত