করোনায় মৃত্যুশূন্য দিনে আক্রান্তের সংখ্যা বেড়েছে

  গ্রামনগর বার্তা রিপোর্ট

প্রকাশ: ২৫ মার্চ ২০২২, ১৯:২৩ |  আপডেট  : ১৮ ডিসেম্বর ২০২৪, ১১:৪২

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে কারো মৃত্যু হয়নি। এর ফলে দেশে করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ১১৮ জনেই রয়েছে।

একই সময়ে নতুন করে এ ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ১০২ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৯ লাখ ৫১ হাজার ১৭৪ জনে। নমুনা পরীক্ষার বিপরীতে ২৪ ঘণ্টায় শনাক্তের হার এক দশমিক শূন্য ৩ শতাংশ।

শুক্রবার (২৫ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড ইউনিটের প্রধান ডা. মো. জাকির হোসেন খান স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৮৩২টি নমুনা সংগ্রহ ও ৯ হাজার ৯৩২টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে করোনার শুরু থেকে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৩৭ লাখ ৭২ হাজার ৬৪৭ জনে।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন এক হাজার ২৬৮ জন। করোনা থেকে সেরে ওঠা মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৭৬ হাজার ১৪৮ জনে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত