করোনায় তরুণ সংগীতশিল্পী বর্ণ চক্রবর্তীর মৃত্যু
প্রকাশ: ১৮ জুলাই ২০২১, ০৯:১৭ | আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ২২:০৪
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন তরুণ সংগীতশিল্পী বর্ণ চক্রবর্তী। শনিবার রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল মাত্র ৩৫ বছর বছর।
বর্ণ চক্রবর্তীর মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সংগীতশিল্পী ফাহমিদা নবী। ফাহমিদা নবী জানান, ‘ সংগীতশিল্পী বর্ণ চক্রবর্তীকে ৭ দিনেরও বেশি সময় ধরে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। লাইফ সাপোর্টে থাকলেও তার অক্সিজেন স্যাচুরেশন কমছিল। পরে ইনজেকশন দিয়েও তা স্বাভাবিক করা যায়নি। অবশেষে শনিবার রাত ১০টা ৪১ মিনিটে তিনি মারা যান। ’
বর্ণ চক্রবর্তীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশের সংগীতাঙ্গণে। ছোটবেলা থেকেই গানের সঙ্গে বেড়ে উঠা বর্ণের। ২০১২ সাল থেকে এ পর্যন্ত নির্মাণ করেছেন অসংখ্য মিউজিক ভিডিও, নাটক, বিজ্ঞাপন ও প্রামাণ্যচিত্র।
চলতি বছরের এপ্রিলে প্রকাশ হয়েছে বর্ণ চক্রবর্তীর প্রথম একক অ্যালবাম ‘বোকা পাখি’। অ্যালবামের সবকটি গানের কথা, সুর ও সংগীতায়োজন তিনি করেছেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত