করোনায় আক্রান্ত সৃজিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২ জানুয়ারি ২০২২, ১১:১০ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ২১:৩৪

বছরের প্রথম দিনই করোনায় আক্রান্ত হলেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা ও বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার স্বামী সৃজিত মুখোপাধ্যায়। এক টুইট বার্তায় শনিবার এ খবর নিজেই জানিয়েছেন এ নির্মাতা।

সৃজিত লেখেন, ‘আমার কোভিড পরীক্ষার রিপোর্ট পজেটিভ এসেছে এবং নিজেকে আইসোলেশনে রেখেছি। গত ৭২ ঘণ্টার মধ্যে যারা আমার সংস্পর্শে এসেছেন, দয়া করে নিজেরা কোভিড পরীক্ষা করাবেন।’

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারকে সৃজিত জানিয়েছেন, বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তিনি। মিথিলা ও মেয়ে আয়রা আলাদা ঘরে থাকছেন।

বলিউডের পাশাপাশি টালিউডের হানা দিয়েছে করোনা। এদিকে আজই জানা যায়, টালিউডের জনপ্রিয় গায়ক ও সংগীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়ও করোনায় আক্রান্ত হয়েছেন। টুইট করে খবর নিজেই জানিয়েছেন তিনি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত