করোনার টিকা ছাড়াই রমজানে ওমরাহ পালন করা যাবে

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১ এপ্রিল ২০২১, ২০:৩০ |  আপডেট  : ১৫ ডিসেম্বর ২০২৪, ১৬:৩০

রমজানে বিশ্বের নানা প্রান্ত থেকে ওমরাহ করার জন্য সৌদি আরবে ভিড় করেন ধর্মপ্রাণ মুসলমানরা। করোনা পরিস্থিতির অবনতির মধ্যে ওমরাহ পালনে কোনো বিধিনিষেধ আরোপ করা হবে কিনা তা নিয়ে ছিল শঙ্কা।

তবে সুখবর দিল সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়।  সংস্থাটি জানায়, আসন্ন রমজানে করোনার টিকা না-নিলেও ওমরাহ পালন করা যাবে। আরব নিউজ এক প্রতিবেদনে এ খবর জানায়।

এর আগে চলতি সপ্তাহের শুরুতে একটি বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, ১২ এপ্রিল রমজান শুরু হওয়ার আগে হজ ও ওমরাহ-সম্পর্কিত সেবার সব কর্মীকে টিকা নিতে হবে।

এতে আরও বলা হয়, যেসব কর্মী টিকা গ্রহণ করেননি, তাদের অবশ্যই করোনা নেগেটিভ আসার পিসিআর পরীক্ষার ফল দেখাতে হবে এবং প্রতি সপ্তাহে তা নবায়ন করতে হবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত