করোনার ছোবল ভয়ংকর হচ্ছে কোপা আমেরিকায়

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ জুন ২০২১, ১৬:৫৩ |  আপডেট  : ১৭ ডিসেম্বর ২০২৪, ০৬:৫২

করোনায় বিপর্যস্ত ব্রাজিলে কোপা আমেরিকা আয়োজন নিয়ে শুরু থেকেই প্রশ্ন আছে। দেশটির সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট পর্যন্ত তা গড়িয়েছে। শেষ পর্যন্ত কোপা আমেরিকা মাঠে গড়ালেও করোনা পিছু ধাওয়া করছেই।  ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় কাল জানিয়েছে, কোপা আমেরিকার সঙ্গে সংশ্লিষ্ট খেলোয়াড়, স্টাফ এবং বাকিরা সহ মোট ৩১ জন করোনায় আক্রান্ত।

১০ দলের এই টুর্নামেন্টে আগেই বলা হয়েছিল, প্রতি ৪৭ ঘণ্টা অন্তর দলগুলোকে বাধ্যতামূলক করোনা পরীক্ষা করাতে হবে। গত রোববার পর্যন্ত মোট ৩১ জনের কোভিড-১৯ ভাইরাসে সংক্রমিত হওয়ার খবর নিশ্চিত করেছে ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়। ব্রাসিলিয়ায় যেসব হোটেলে খেলোয়াড় ও কর্মকর্তারা অবস্থান করছেন সেসব হোটেলের কর্মীদের মধ্যে আরও ১০ জনের শরীরে করোনার সংক্রমণ ঘটেছে। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী মার্সেলো কুয়েইরোগা সংবাদকর্মীদের এ তথ্য দিয়েছেন।

কলম্বিয়ায় রাজনৈতিক অস্থিরতা ও আর্জেন্টিনায় করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় এ দুটি দেশ থেকে আয়োজন সরিয়ে মাত্র দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে এটি ব্রাজিলে হচ্ছে। তখন এ নিয়ে আপত্তি উঠলেও ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনেরো কোপা আমেরিকা আয়োজনে সবুজ সংকেত দেন। ব্রাজিলের খেলোয়াড়েরাই এ নিয়ে আপত্তি তুলেছিলেন। পরে অবশ্য দেশের প্রতিনিধিত্ব করতে রাজি হন খেলোয়াড়েরা। এক জরিপে জানা গেছে, ব্রাজিলের দুই-তৃতীয়াংশ মানুষ তাদের দেশে কোপা আমেরিকা আয়োজনের বিপক্ষে।

ব্রাজিলের সুপ্রিম কোর্ট কোপা আমেরিকা আয়োজন নিয়ে শুরুতে আপত্তি তুললেও পরে আর বাধা দেয়নি। এমনকি লিওনেল মেসির মতো তারকাও কোপা আমেরিকা খেলতে এসে করোনায় আক্রান্ত হওয়ার ভয়ের কথা জানিয়েছেন। কাল রাতে চিলি-আর্জেন্টিনা ১-১ ড্র ম্যাচের আগে মেসি বলেন, ‘আমরা দুশ্চিন্তায় আছি। কারণ সবারই কোভিডে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে। সবাই সতর্ক থাকার চেষ্টা করলেও কাজটা তো সহজ নয়। এগুলো এভাবেই হয়। আমরা সতর্ক থাকতে সম্ভাব্য সবকিছুই করার চেষ্টা করব। কিন্তু সব সময় তো আমাদের কিংবা একজনের ওপর সব নির্ভর করে না।’

কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচের আগে ভেনেজুয়েলার খেলোয়াড় ও স্টাফ মিলিয়ে মোট ১২ জন করোনায় আক্রান্ত হন। এর মধ্যে নয়জন ছিলেন মূল দলের খেলোয়াড়। তাদের ছাড়াই খেলতে নেমে ব্রাজিলের বিপক্ষে ৩-০ গোলে হারে ভেনেজুয়েলা। কলম্বিয়া দলে দুজন স্টাফের করোনায় আক্রান্ত হওয়ার খবর জানা গেছে কাল।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত